মেগা ধারাবাহিক ‘পরিণীতার’ হ্যাটট্রিক, এই সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষে

বঙ্গবার্তা ব্যুরো,
পরপর তিন সপ্তাহ সেরার জায়গা ধরে রাখল জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক। এই সপ্তাহেও শীর্ষস্থানে তারা। উদয়প্রতাপ সিং এবং নতুন আসা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর আট দশমিক সাত। গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে।নম্বরের ব্যবধানে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে জি বাংলারই ফুলকি।তার সংগ্রহে সাত দশমিক আট। তালিকায় তিন নম্বর জায়গায় জোর লড়াই দেখা যাচ্ছে, জি বাংলার দুই এবং স্টার জলসার একটি সিরিয়ালের মধ্যে। তাদের প্রাপ্ত নম্বর সাত দশমিক চার। সিরিয়ালগুলি ‘জগদ্ধাত্রী’, ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘কথা’।
চার নম্বরে স্টার জলসার দুই সিরিয়াল জায়গা পেয়েছে। ‘রাঙামতি তীরন্দাজ’ আর ‘গীতা এল এল বি’। দুই সিরিয়ালের নম্বর সাত দশমিক দুই। পাঁচে ‘উড়ান’ছয় দশমিক চার। ছয়ে ‘শুভ বিবাহ’ ছয় দশমিক দুই। পাঁচ দশমিক নয় পেয়ে তালিকায় সাত নম্বরে জায়গা পেয়েছে ‘মিত্তির বাড়ি’। আটে রয়েছে ‘আনন্দী’পাঁচ দশমিক সাত। নয়ে ফের দুটি সিরিয়াল। ‘তেঁতুলপাতা’, ‘গৃহপ্রবেশ’ পাঁচ দশমিক ছয়। দশে রয়েছে মিঠিঝোরা, প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক এক।