বেলজিয়ামে গ্রেফতার পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি, রয়েছেন কারাগারে

Mehul Choksi arrested in Belgium

Upload By K. Halder at 14th March 2025, 12:18 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত ফেরারি হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ। সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। জানা যাচ্ছে ৬৫ বছর বয়সী চোকসিকে শনিবার গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -এর সূত্রে সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা যাচ্ছে মুম্বাইয়ের একটি আদালত থেকে ২০১৮ সালের ২৩ মে এবং ২০২১ সালের ১৫ জুন জারি করা দুটি ওপেন-এন্ডেড গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।


সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট চোকসি ও তার ভাইপো নীরব মোদিকে পিএনবি-এর ১৩,৮৫০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে খুঁজছে। ২০১৮ সালের জানুয়ারিতে, দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পিএনবিতে এই কেলেঙ্কারি ধরা পড়ার কয়েক সপ্তাহ আগেই তারা ভারত থেকে পালিয়ে যান। জানা যায় দেশ থেকে পালিয়ে থাকতে শুরু করেন অ্যান্টিগা ও বারবুডায়।

সেখানকার নাগরিকত্বও জোগাড় করে ফেলেন।এর পরে তাঁকে বাসিন্দা হিসেবে ডমিনিকায় পাওয়া যায়।এরপর জানা গেছে তাঁর স্ত্রী বেলজিয়ামের নাগরিক হওয়ায় মেহুল চোকসি সহজেই সেখানকার ‘এফ রেসিডেন্সি কার্ড’ পেয়েছেন।গত মাসেই বেলজিয়ামের বিদেশ মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করে যে মেহুল চোকসি সেই দেশে রয়েছেন।তবে গ্রেফতার হওয়ার পর চোকসি শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণ দেখিয়ে শিগগিরই জামিনের আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

18:25