বঙ্গবার্তা ব্যুরো,
ছবি: সংগৃহীত
আবারও মাঠে চোট পেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ ক্লাবগুলোর মধ্যে চলা প্রতিযোগিতা লিগস কাপে খেলতে নেমেই চোট পান তারকা স্ট্রাইকার মেসি। টানটান লড়াইয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলেও মেসির ইনজুরি ভাবাচ্ছে ইন্টার মিয়ামিকে। রবিবার মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে ২-২ সমতায় ম্যাচের মূল সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে মিয়ামি।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। সরাসরি লকার রুমে চলে যান আটবারের ব্যালন ডিঅরজয়ী তারকা। মেসি যখন ড্রিবল করে বক্সের দিকে যাচ্ছিলেন, তখন নেকাসার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হোঁচট খান এবং রাগে মাটিতে হাত দিয়ে আঘাত করেন।
কয়েক মিনিট হাঁটাচলা করে ইনজুরিটা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও চিকিৎসা নিতে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এরপর মাঠ ছেড়ে যান। ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন, লিওর হ্যামস্ট্রিংয়ে আঘাত লেগেছে। সোমবার স্ক্যান করে বোঝা যাবে চোট কতটা গুরুতর। সম্ভবত খুব বড় কিছু নয়, কারণ তেমন ব্যথা হচ্ছিল না, শুধু অস্বস্তি অনুভব করছিল।
লিও মেসি ক্যারিয়ারে বহুবার হ্যামস্ট্রিংজনিত সমস্যায় ভুগেছেন এবং গত কয়েক মরশুমে পায়ের বিভিন্ন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। চলতি বছরের শুরুতেও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ মিস করেন বাঁপায়ের অ্যাডাক্টর ইনজুরির কারণে।
চলতি ২০২৫ মরশুমে মিয়ামির হয়ে ৩০ টি ম্যাচ খেলেছেন মেসি। যার মধ্যে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব বিশ্বকাপ, লিগস কাপ ও এমএলএসের নিয়মিত ম্যাচগুলি। এমএলএসেই কেবল মেসির নামের পাশে রয়েছে ১৮ গোল ও ৯ টি গোল সহায়তার রেকর্ড।