পিএসজির কাছে হারের কষ্ট ভুলতে মিয়ামিতে জোড়া গোল মেসিরঃ

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া


পিএসজির কাছে হারের কষ্ট ভুলতে মিয়ামিতে জোড়া গোল করল মেসি। যুক্তরাষ্ট্রের এমএলএসে নিয়মিত খেলায় মেসির জোড়া গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়ালের ঘরের মাঠে ২০ হাজার দর্শকের সামনে থেকে এই জয় তুলে নেন মেসিরা।

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই প্রথম মাঠে নামে মিয়ামি। ওই টুর্নামেন্টে নিজেদের শেষ ষোলোর ম্যাচে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে জিতে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে মেসির।

এক মাসেরও বেশি সময় পর এমএলএস ম্যাচ খেললো মিয়ামি। ক্লাব বিশ্বকাপের কারণেই ঘরোয়া প্রতিযোগিতা থেকে সরিয়ে রেখেছিল ফ্লোরিডার এই ক্লাব। এটি হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যদের টানা তৃতীয় এমএলএস জয়।

কানাডার মন্ট্রিয়ালে আলো ছড়িয়েছেন মেসি। মিয়ামির দ্বিতীয় ও চতুর্থ গোল করে আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএসের চলতি মরশুমের এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করলেন মেসি।

প্রিন্স ওউসু ম্যাচের দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়লকে ১-০ তে এগিয়ে দেন। মেসির একটি পাস ব্যর্থ হলে ওউসু বল কুড়িয়ে নিয়ে বক্সের ওপরে থেকে শট নেন, যা গোলরক্ষক অস্কার উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। তাতে ভয় পেয়ে যায় মিয়ামি সমর্থকরা।

১৩ মিনিটে কর্নার থেকে আসা মিয়ামির একটি শট রুখে দেন মন্ট্রিয়ালের গোলরক্ষক জোনাথন সিরোয়া। দুমিনিট পর জর্দি আলবার শট তার আঙুল ছুঁয়ে পোস্টে লাগে এবং বাইরে চলে যায়। ২০ ও ২৭ মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করে মিয়ামির ফুটবলাররা।

দু মিনিট পর মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে মন্ট্রিয়ালের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে পাঠান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

মেসির পায়ের অসাধারণ ও শৈল্পিক দক্ষতা দেশে বিমোহিত মন্ট্রিয়ালের দর্শকরা। এই গোল যেন নিজের ভরা যৌবনের সময়কালকেই মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা।

06:23