বাংলা থ্রিলার ছবিতে নতুন জুটি মীর রিত্তিকা, প্রকাশ্যে এল ফার্স্ট লুক

Published By Subrata Halder, 06 May 2025, 03:16 pm

বঙ্গবার্তা ব্যুরো,
পরিচালক আতিউল ইসলাম এর পরিচালনায় এবার বাংলা থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন রিত্তিকা সেন ও মীর। ছবির নাম মহরত। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক৷ একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। রিত্তিকা ও মির ছাড়াও অভিনয় করছে দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ।
কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। এই সবকিছু নিয়ে বাংলা ছবি মহরত। ছবিতে অভিনেতা মীর কে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্যদিকে রিত্তিকা সেন কে মোহর চরিত্রে দেখা যাবে।


ছবিতে মিউজিক দিয়েছেন সমিধ মুখার্জি ও মশিউর রহমান। গান গেয়েছেন শিল্পী রুপম ইসলাম। ছবির শ্যুটিং হয়েছে কলকাতায় ও মুর্শিদাবাদে । প্রযোজক সেলিনা খাতুন, মীর এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ছবি মুক্তি পাবে।
অভিনেতা মীর জানান থ্রিলার ছবির দর্শকরা অন্যরকম স্বাদ পাবে এই ছবিতে। ঈশান চরিত্রে অনেক গুলো লেয়ার রয়েছে। একজন পুলিশ অফিসার এর চরিত্রে নিজেকে তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে রিত্তিকা সেনের এই সাথে কাজের অভিজ্ঞতা দারুন। আশা করছি নতুন ধরনের একটা থ্রিলার ছবি দর্শকদের উপহার দিতে পারবো বলছে মির।
অন্যদিকে অভিনেত্রী রিত্তিকা সেন বলেন, মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার ছোটো থেকেই অভ্যাস। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টার এর চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রী খুন হন। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায় কে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং এবং এই যুদ্ধে ঈশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে মোহর কি জিতবে! এই সবকিছু নিয়ে আমরা আসছে নতুন ছবি মহরত।
ছবির চিত্রগ্রাহক রফিকুল ইসলাম। এই বছরেই বড়োপর্দায় মুক্তি পাবে, পরিচালক আতিউল ইসলাম এর এই ছবি।