নিজেকে যৌনকর্মী মনে হচ্ছিল, ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে বেরিয়ে প্রতিক্রিয়া মিস ইংল্যান্ডের

Published By Subrata Halder, 29 May 2025, 12:09 a.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের হায়দরাবাদে চলছে ৭৪ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী খোঁজার এবারের আসরকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। সৌন্দর্য প্রতিযোগিতার এই আন্তর্জাতিক আসর থেকে অপমানিত হয়ে নিজ দেশে ফিরে গেলেন মিস ইংল্যান্ড শিরোপা জয়ী মডেল মিলা ম্যাগি। এখনকার আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ১৬ মে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।
চলতি মাসের ৭ তারিখে মিস ওয়ার্ল্ডের বিভিন্ন পাবলিসিটি ইভেন্টে অংশ নিতে হায়দরাবাদে পৌঁছান মিলা ম্যাগি। কিন্তু সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেন, প্রতিযোগিতার আড়ালে চলছে অন্য এক বাস্তবতা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর কাছে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন এই ব্রিটিশ সুন্দরী।
মিলা জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগীদের গাউন ও মেকআপে সাজিয়ে শুধু বিভিন্ন লোকের সামনে প্রদর্শন করা হতো। এক পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, টেবিলে বসা কিছু মধ্যবয়সী স্পনসরের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে হবে।
মিলা বলেন, ওই মুহূর্তে নিজেকে যেন যৌনকর্মী মনে হচ্ছিল। যেভাবে টাকা দিয়ে পারফর্ম করানো হচ্ছিল যেন এটা কোনো বাঁদরনাচের আসর।
তিনি আরও বলেন, আমি মিস ওয়ার্ল্ডে অংশ নিয়েছিলাম নিজের মেধা, সৌন্দর্য ও মূল্যবোধ নিয়ে দাঁড়াতে। কিন্তু এখানে এসে দেখলাম, প্রতিযোগীদের মনোরঞ্জনের পাত্র বানানো হচ্ছে। এই অভিজ্ঞতা আমার কাছে অপমানজনক ও বিব্রতকর।
মিলা ম্যাগির এমন সরে দাঁড়ানোর ঘটনা মিস ওয়ার্ল্ডের ৭৪ বছরের ইতিহাসে নজিরবিহীন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে ভারতীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে গুঞ্জন। কারণ, এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজন করেছে তেলেঙ্গানা সরকার।
এ বিষয়ে তেলেঙ্গানার বিশেষ মুখ্যসচিব জয়েশ রঞ্জন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মিলা ম্যাগির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, মিস ওয়ার্ল্ড ২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৩১ মে, হায়দরাবাদের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। তবে এই ঘটনার পর প্রতিযোগিতার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

12:15