দিল্লি জয়ের পর মোদীর মুখে বিকশিত ভারতের কথা


বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লি জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে হালুয়াতে এই জয় নিয়ে নিজের বার্তা দিয়েছেন। মোদী লিখেছেন এই জয় উন্নয়নের জয়, সুশাসনের জয়। তিনি বলেন, আমরা দিল্লীর মানুষকে যে গ্যারান্টি দিয়েছিলাম তা রেখেছি। দিল্লীর প্রতিটি ভোটার ভাই বোনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন আগামী দিনে বিকশিত ভারত গড়তে দিল্লীর বড় ভূমিকা থাকবে । মোদী বলেন, দলের কার্যকর্তাদের জন্য তাঁর গর্ব বোধ হয়। তারা অক্লান্ত পরিশ্রম করে এই জয় ছিনিয়ে এনেছেন। তিনি বলেন এরপর তারাও দিল্লির উন্নয়নের জন্য কাজ করতে পারবেন।
দীর্ঘদিন থাকা দিল্লির মসনদ অবশেষে বিজেপির হাতে হল।প্রায় ২৭ বছর পর দিল্লী জিততে পারল বিজেপি। দিল্লীর জয় নিশ্চিত হওয়ার পরেই দলের সর্বস্তরের নেতারা মোদিজীর জয়ধ্বনী দিতে শুরু করেছেন ।