বঙ্গবার্তা ব্যুরো,
লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সংবিধান প্রসঙ্গে কংগ্রেসের চাঁচাছোলা সমালোচনা করেন। এর আগে লোকসভাতেও তিনি কংগ্রেসকে আক্রমণ করেছিলেন।
রাজ্যসভায় মোদীর ভাষণে এদিন দেশের বিখ্যাত শিল্পী, অভিনেতার নাম উঠে আসে। তিনি বলেন কংগ্রেসের হয়ে কথা না বলার জন্য দেব আনন্দের মতো অভিনেতার ছবি দূরদর্শনে দেখানো হত না। একই ভাবে নিষিদ্ধ করা হয়েছিল বিখ্যাত গায়ক কিশোর কুমারকে। তার অভিযোগ দেব আনন্দকে জরুরি অবস্থার সমর্থনে কথা বলতে বলেছিল কংগ্রেস। তিনি রাজি না হওয়ায়, তাঁর ছবি দূরদর্শনে দেখানো হত না। তার অভিযোগ, কিশোর কুমারকে কংগ্রেসের হয়ে গান গাইতে বলা হয়, তিনি রাজি না হওয়ায় তাঁকে অল ইন্ডিয়া রেডিওতে আর গাইতেই দেওয়া হয়নি।
দেব আনন্দ, কিশোর কুমারের পাশাপাশি এদিন মোদীর মুখে উঠে আসে বলরাজ সাহানি এবং মজরুহ সুলতানপুরির নাম। তিনি বলেন অধুনা মুম্বইয়ে সেই সময়ে এক শ্রমিক ধর্মঘট হয়েছিল । সেই ধর্মঘটে সুলতানপুরি একটি কবিতা পাঠ করেন। এই অপরাধে তাঁকে জেলে পাঠান হয়। সেই ধর্মঘট সমর্থন করার জন্য বলরাজ সাহানিকেও জেলে পাঠিয়েছিল কংগ্রেস।
এখানেই না থেমে তিনি বলেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ, সভারকারকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। সেটি তিনি আকাশবাণীতে গাইতে চেয়েছিলেন। সেই কারণে তাঁকে আকাশবাণীতে নিষিদ্ধ করে দেওয়া হয় কংগ্রেস আমলে।
যারা জরুরি অবস্থা জারি করেছে তারাই আজ সংবিধানের কথা বলে মোদী
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/1719918314-7334.avif)