বঙ্গবার্তা ব্যুরো,
দ্বীপ রাষ্ট্র মরিশাসের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে দু’দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগোলামের আমন্ত্রণে সেখানে পৌঁছান। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফরে তিনি মরিশাসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে ক্ষমতা উন্নয়ন, বাণিজ্য ও আন্তঃসীমান্ত আর্থিক অপরাধ মোকাবিলায় সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হবে। এরই সঙ্গে ভারতের অর্থায়নে মরিশাসে বাস্তবায়িত হতে চলা ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী।
তাঁর এই সফরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল মরিশাসের জাতীয় দিবস উদযাপনে অংশ নেবে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং ভারতীয় বিমানবাহিনীর আকাশ গঙ্গা স্কাইডাইভিং দলও এই অনুষ্ঠানে অংশ নেবে।প্রধানমন্ত্রীর সফরে ভারতীয় নৌবাহিনী ও মরিশাসের কর্তৃপক্ষের মধ্যে হোয়াইট শিপিং তথ্য বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়াও ক্ষমতা উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, আর্থিক অপরাধ মোকাবিলা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। সফরের আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন ও উজ্জ্বল’ অধ্যায়ের সূচনা করবে।
মরিশাসে মোদী, উদ্বোধন করবেন ২০টিরও বেশি প্রকল্পের, স্বাক্ষরিত হবে চুক্তি
