আজই মার্কিন যুক্তরাষ্ট্রে মোদী, কাল বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে

বঙ্গবার্তা ব্যুরো,
শুধু সময়ের অপেক্ষা, বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্যারিসে দু দিনের সফর শেষ করেই প্রধানমন্ত্রী মোদী ওয়াশিংটন ডিসি যাবেন। ১৩ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটি হবে তার প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর।এই সফর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দ্বিপাক্ষিক মার্কিন সফর, যা ভারত-মার্কিন কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।
ট্রাম্পের নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ পরেই ওয়াশিংটন ডিসিতে একক আলোচনার জন্য আসা কয়েকজন বিদেশী নেতার মধ্যে প্রধানমন্ত্রী মোদী হবেন গুরুত্বপূর্ণ একজন।ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। নভেম্বরে বিপুল জয় পেয়ে হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী কুশল বিনিময় করেছেন।জানুয়ারিতেও তাঁরা ফোনে কথা বলেছেন।
বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে গভীর আলোচনা হবে। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে উভয় দেশই এই বৈঠকের জন্য নিবিড়ভাবে প্রস্তুতি নিচ্ছে। হিসেব মত আজ ১২ ফেব্রুয়ারি আমেরিকায় পা রাখছেন প্রধানমন্ত্রী। এরপর আগামীকাল অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে, প্রধানমন্ত্রীর দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।