রামনবমীতে পাম্বান সেতুর উদ্বোধন মোদীর, ঘুরে দেখবেন ভারতীয় প্রযুক্তির বিস্ময়

Published By Subrata Halder on 4th April 2025 at 06:52pm

বঙ্গবার্তা ব্যুরো,
আগামী ৬ এপ্রিল রামনবমীর দিনে তামিলনাড়ুতে রামেশ্বরমের সঙ্গে মূল ভূখণ্ডকে সংযোগকারী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন তিনি ৮,৩০০ কোটিরও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। সূচনা করবেন রামেশ্বরম-তাম্বারাম (চেন্নাই) নতুন ট্রেন পরিষেবার। রামায়ণের বর্ণনা অনুযায়ী, রামসেতুর নির্মাণ শুরু হয়েছিল রামেশ্বরমের ধনুষকোড়ি অঞ্চল থেকে, তাই এই সেতুর একটি গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে।


রামনবমীর দিন দুপুর ১২টা নাগাদ তিনি ভারতের প্রথম ভার্টিকাল লিফট সমুদ্র রেলসেতু – নতুন পাম্বান রেল ব্রিজের উদ্বোধন করবেন। ওই সেতু থেকে তিনি একটি ট্রেন এবং একটি জাহাজের যাত্রা সূচনা করবেন এবং বিস্ময়কর সেতুর কাজ প্রত্যক্ষ করবেন। ভারতের এই নতুন প্রযুক্তিনির্ভর সেতুটি আন্তর্জাতিক স্তরে এক অসাধারণ কীর্তি স্থাপন করেছে। আনুমানিক ৫৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ২.০৮ কিলোমিটার। এতে রয়েছে ৯৯টি স্প্যান এবং একটি ৭২.৫ মিটার দীর্ঘ ভার্টিকাল লিফট স্প্যান, যা ১৭ মিটার উচ্চতায় উঠতে পারে। এতে জাহাজ চলাচলে সুবিধা হবে এবং একই সঙ্গে ট্রেন চলাচলেও কোনও বাধা থাকবে না।
এই সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে স্টেইনলেস স্টিল রিইনফোর্সমেন্ট। লাগানো হয়েছে হাই-গ্রেড প্রটেক্টিভ পেইন্ট এবং সম্পূর্ণভাবে ওয়েল্ডেড জয়েন্ট।এতে মজবুত হওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এতে ডুয়াল রেল ট্র্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্রঘেঁষা পরিবেশ হলেও সেতুর গায়ে থাকা পলিসিলোক্সেন কোটিং তাকে ক্ষয় থেকে রক্ষা করবে।

11:42