বঙ্গবার্তা ব্যুরো,
মহাকুম্ভ নিছক মেলা নয়। ভারতের ক্ষমতার জ্বলন্ত উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন এক্সটি কনক্লেভে এই দাবি করেছেন।শুধু কুম্ভ নয় মোদী এদিন ভারতকে বিশ্বের আর্থিক বিকাশের নতুন জায়গা বলে দাবি করেছেন।তিনি বলেন ভারত এখন ইতিবাচক খবরের প্রধান উৎস্য। প্রতিদিনই এখানে নতুন নতুন ইতিবাচক খবর তৈরি হয়।
মোদী বলেন ভারত বিশ্বকে এক নতুন অর্থনৈতিক রাস্তা দেখাচ্ছে। মোদী একে নিউ ইকোনমিক রুট বলে উল্লেখ করেছেন। মোদী বলেন ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ইকনমিক করিডর( আই এম ই ই সি) সারা দুনিয়াকে নতুন পথ দেখাচ্ছে। তিনি বলেন বিশ্ব এতদিন ভারতকে ব্যাক অফিস হিসেবে দেখত। এখন তাদের কাছে ভারত উৎপাদনের ক্ষেত্র বলেই চিহ্নিত হয়েছে। তারা এখন ভারতে আসতে চাইছে।
ভারতের শক্তির পরিচয় দিতে গিয়ে এদিন মোদী ফের মহাকুম্ভের উল্লেখ করেন। তিনি বলেন সারা বিশ্ব অবাক হয়ে জানতে চায় একটা নদীর তীরে এত বড় মেলা কী করে আয়োজন করা সম্ভব।কোটি কোটি মানুষ যে মেলায় অংশ নেবে। তাঁরা সবাই শ্রদ্ধার সঙ্গে নদীতে স্নান করেন ।বিশ্বের মানুষ ভারতের সাংগঠনিক ক্ষমতার পরিচয় পেয়েছে।
শুধু মহাকুম্ভ নয়, মোদী বলেন সাম্প্রতিক সময়ে ভারত একাধিক গ্লোবাল সামিট করেছে।এই প্রসঙ্গেই তিনি ফ্রান্সের এ আই সম্মেলন, জি-২০র মতো সামিটের উল্লেখ করেন।
মহাকুম্ভ আয়োজন বিশ্বের দরবারে ভারতের ক্ষমতার পরিচয় দাবি মোদীর
