সদ্য নিযুক্ত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক মোদীর

বঙ্গবার্তা ডেস্ক,
আমেরিকায় পা রেখে সদ্য নিযুক্ত আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ঠিক নির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা খোলসা করে না জানালেও মোদী জানান যে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তার সঙ্গে তাঁর দেখা ও কথা হয়েছে।ওই পদে নিযুক্তি নিশ্চিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানান মোদী। বৈঠকের ছবি নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মোদী। গ্যাবার্ডের সঙ্গে বসে বৈঠক করতে ও দু’পক্ষকে করমর্দন করতে দেখা গিয়েছে সেই ছবিতে।ভারত ও আমেরিকার বন্ধুত্বের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবারই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করেছে মার্কিন সেনেট। ৫২-৪৮ ভোটে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত হয়। তুলসী গ্যাবার্ডের মনোয়নকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন হিসেবেই দেখা হয়। তুলসী গ্যাবার্ড সেদেশের ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ দেখভাল করবেন এবং গোয়েন্দা প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সন্ত্রাস-বিরোধী লড়াই, সাইবার সুরক্ষার মতো বিষয়ের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের বিষয়ে মোদী ও গ্যাবার্ডের কথা হয়েছে।