যুদ্ধবিরতি কার্যকর, শুরু হল শর্ত মেনে বন্দি মুক্তি

বঙ্গবার্তা ব্যুরো,
বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৯০ জন প্যালেস্তেনীয়কে মুক্তি দিল ইসরায়েল।যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে রোববার তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া প্যালেস্তেনীয়রা সবাই নারী ও শিশু।এর মধ্যে মুক্তি পেয়েছেন,পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা খালিদা জাররার। ইসরায়েলে তাঁকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল।
যুদ্ধবিরতি শুরুর পর হামাস তিন বন্দিকে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তরের পর তাদের ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন- ৩১ বছর বয়সী ডরন স্টেইনব্রেচার, ২৮ বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি ডামারি এবং ২৪ বছর বয়সী রমি গোনেন। হামাস জানিয়েছে প্রতি ইসরায়েলি বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে প্যালেস্তেনীয় বন্দি মুক্তি পাবে।
যুদ্ধবিরতির প্রথম দফায় ইসরায়েল ১ হাজার ৯০০ প্যালেস্তেনীয় বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে হামাস ৩৩ জন আটককে মুক্তি দেবে বলে ইসরায়েল আশা করছে। দীর্ঘ জটিলতার পর কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে সম্পন্ন হয়েছে গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি।