আর জি কর মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদা আদালত।

আর জি কর মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদা আদালত। কিছুক্ষণ আগেই শিয়ালদহ আদালতে এই রায় ঘোষণা করা হয়। নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। এই ঘটনায় গোটা দেশ জুড়ে হৈ চৈ পড়ে যায়। এই ঘটনার পরই কলকাতা পুলিশের কাছ থেকে এই মামলা সিবিআই এর হাতে চলে যায়। পরে গোটা দেশ জুড়ে অভয়ার বিচারের দাবিতে সোচ্চার হয় সবাই। আজ সোমবার দুপুরে এই সাজা ঘোষণা করা হয়।
যাবজ্জীবন না মৃত্যুদণ্ড সেই নিয়ে একটা টানাপোড়েন চলছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আদালত এর বিচারক জানিয়ে দেন যে সঞ্জয় রাই এর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।