বঙ্গবার্তা ব্যুরো,
হাওড়া সিটি পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকাতে জানান হয়েছে বালী ব্রিজ (দক্ষিণেশ্বর – বালী ফ্ল্যাঙ্ক) ২৩ জানুয়ারী রাত ১২ টা থেকে ২৭শে জানুয়ারী ভোর ৪ টা পর্যন্ত মোট ১০০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সমস্ত রকম যান চলাচল।পূর্ব রেলের বালি ও বালি হল্ট স্টেশনে জরুরি সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকায় জানান হয়েছে দক্ষিণেশ্বর থেকে বালীর দিকে আসা সমস্ত বাস ও চার চাকার গাড়ি নিবেদিতা সেতুর মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হবে। দুই চাকা ও তিন চাকার গাড়িগুলি সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে বালী ব্রিজের (দক্ষিণেশ্বর – বালী ফ্ল্যাঙ্ক) উপর দিয়ে চলাচল করতে পারবে।
এছাড়া হাওড়া থেকে দক্ষিণেশ্বর গামী যানবাহন চলাচল বালী ব্রিজের (বালী-দক্ষিণেশ্বর ফ্ল্যাঙ্ক) উপর স্বাভাবিক থাকবে।
পাশাপাশি কোনও পণ্যবাহী যানবাহন উত্তরপাড়া, বালীখাল আইল্যান্ড বা জয়সওয়াল হাসপাতাল ক্রসিং থেকে টোলফ্রি রোড বা জিটি রোডের উপর সকাল ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে চলাচল করতে পারবে না।
উল্লেখ্য কয়েকদিন পূর্বেই দমদম – ডানকুনি, বালিঘাট-বালিহল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য ১০০ ঘণ্টার মেগা ব্লক করার সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল একটি নির্দেশিকাতে জানানোহয়েছে আরও একটি বিশাল পরিকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ নিতে শিয়ালদহ বিভাগের দমদম – ডানকুনি বিভাগের বালিঘাট এবং বালিহল্ট-এর মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপন করবে। এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজটি প্রায় ৯৫ বছর আগে ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল। ব্রিজ নম্বর ১৫ সিসিআর-এ অবস্থিত স্টিল গার্ডারটি বয়সজনিত কারণে অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে ।
এই রেল ওভার ব্রিজটি অবিলম্বে প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে নিরাপত্তা এবং লাইন ক্ষমতা বৃদ্ধি করা যায়। নতুন আরসিসি বক্সের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হলে এই বিভাগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধাও বৃদ্ধি পাবে। পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি, এই বৃহত্তর পরিকাঠামোগত কাজের সময় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কিছু ইঞ্জিনিয়ারিং ও এসঅ্যান্ডটি কাজও সম্পন্ন করা হবে।
এই ব্লক চলাকালীন এই বিভাগে ট্রেন পরিষেবাতে বিশেষ প্রভাব পড়বে বলেই জানিয়েছে পূর্ব রেল। দমদম – ডানকুনি, বিভাগে ২৩ জানুয়ারী রাত ১২টা থেকে ২৭ জানুয়ারী সকাল ৪টা পর্যন্ত ১০০ ঘণ্টার বিশাল ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। এই সময়ে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে।
এর জেরে বাতিল করা হয়েছে শিয়ালদহ ও ডানকুনির মধ্যে ২২ জোড়া ইএমইউ লোকাল ট্রেন। ২৩ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে। এই চারদিন ব্লকের সময়ে শিয়ালদহ-ডানকুনি বিভাগে কোনও লোকাল ট্রেন চলবে না।