কয়লা কাণ্ডে আসানসোল আদালতে বিচার প্রক্রিয়া শুরু

Start of Judicial Proceedings in the Coal Scandal at Asansol Court

পীযুষ চক্রবর্তী,

কয়লা কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হলো মঙ্গলবার। আসানসোল সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কোলিয়ারির ৯ জন আধিকারিকের বিরুদ্ধও অভিযোগের বিচার হচ্ছে। ১২ জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোল ইন্ডিয়া মাত্র ৯ জনের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছিল।

কয়লা কাণ্ডে সিবিআই গ্রেফতার করে তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। গ্রেফতার করা হয় অনুপ মাজি ওরফে লালাকে। বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মামলায় নাম জড়ায় কয়েকজন কোল ইন্ডিয়ার আধিকারিকের। সেই মামলারই বিচার প্রক্রিয়া এদিন শুরু হওয়ায় কোল ইন্ডিয়ার দুই শীর্ষ আধিকারিক উপস্থিত হন শুনানিতে। তাঁদের মধ্যে এক জন দিল্লি থেকে এসেছেন, দ্বিতীয় জন কোল ইন্ডিয়ার রাজ্যস্তরের আধিকারিক। তাঁরা সাক্ষ্য দিয়েছেন।

ওই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন অভিযুক্তদের আইনজীবীরা। এরপর সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমারও প্রশ্ন করেছেন। এই মামলার পরবর্তী শুনানি ২১ ফেব্রুয়ারি। ওই দিন আবার সাক্ষ্যগ্রহণ করা হবে।

উল্লেখ্য, কয়লা কাণ্ডে সিবিআই জেরা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।