বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের বাংলাভাষী মানুষ অক্টোবরেই এক আনন্দের খবর পেয়েছিলেন। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ঘোষণা করেছে কেন্দ্র। এবার বাংলার মুকুটে যোগ হলো আর এক নতুন পালক।
কেন্দ্রের হিন্দী ভাষা উপদেষ্ঠা কমিটিতে স্থান পেলেন বীরভূমের নলহাটি ২ নং ব্লকের কৃষ্ণপুর গ্রামের বিভাস চন্দ্র অধিকারী। অনুকূল ঠাকুরের নির্দেশিত পথে নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সামাজিক উন্নয়ন কাজে যুক্ত বিভাস চন্দ্র অধিকারী এই সুযোগ পেয়ে গর্বিত। তার কথায় রাষ্ট্র ভাষা হিন্দীর আরো প্রসার ও প্রচার ঘটাতে তিনি উদ্যোগী হবেন।
তার প্রতিষ্ঠিত সারা ভারত আর্য্য মহাসভার কাজের সঙ্গে এই কাজ কেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
জানালেন বিভাস চন্দ্র অধিকারী।