১২ ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট

বঙ্গবার্তা ব্যুরো,

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। আগামী ১২ তারিখ বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেহেতু ২০২৬ সালে রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে এটাই হতে চলেছে বিধানসভা নির্বাচনে আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সে দিক থেকে বাজেট বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখনো পর্যন্ত সূচি অনুযায়ী ১০ই ফেব্রুয়ারি সোমবার বাজেট অধিবেশনের সূত্রপাত হবে শোক প্রস্তাব পাঠের মাধ্যমে।দিল্লীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তার ১১ দিন পরে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পর তার নির্দেশে বাজেট পেশের দিন চূড়ান্ত হয়েছে।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত হয়। পরিষদীয় দফতর গুলিকে প্রস্তুত হতে বলা হয়েছে বলে খবর। ১০ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হলেও কত তারিখ পর্যন্ত অধিবেশন চলবে তা এখনও চূড়ান্ত নয়। তবে মনে করা হচ্ছে ১৪ দিন বা তার কিছু বেশি সময় ধরে এই অধিবেশন চলবে। রাজ্যে এই মুহূর্তে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য নটি নিয়মিত পদ সৃষ্টির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় 2 কোটির বেশি। সাধারণ মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা করে দেওয়া হয়।


এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া গঙ্গাসাগর মেলা সফলভাবে সম্পাদন করার জন্য রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। মেলা সুসম্পন্ন করার জন্য রাজ্যের একগুচ্ছ মন্ত্রী এবং আমলাকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপ কচুবেড়িয়া এবং সাগরের মেলা প্রাঙ্গণ ভাগ করে দায়িত্ব সামলেছেন তারা। আর সেই কারণেই এই মেলা সফল হওয়ার জন্য মন্ত্রী এবং আমলাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সরস্বতী পুজোর সময় কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মন্ত্রী আমলা এবং পুলিশদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নিজের এলাকায় থাকুন। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকুন।