বঙ্গবার্তা ব্যুরো,
মুম্বাই এফসি র কাছে হার নিয়ে মহমেডানের রাশিয়ান কোচ চেরনিশব বললেন “মুম্বই এই ম্যাচের আগে কেমন খেলেছিল, তার কোনও গুরুত্ব আমার কাছে ছিল না। আমরা জানি ওরা আইএসএলের অন্যতম সেরা দল। আমাদের পরিকল্পনা ছিল ওদের চাপে রাখব। কিন্তু প্রথমার্ধ আমাদের কাছে খুব কঠিন হয়ে ওঠে। কারণ, উইথ দ্য বল ওরা সত্যিই খুব ভাল। তবে খেলা শুরুর মিনিট কুড়ি পর থেকে আমরা ভাল খেলেছি। আমরা গোলের সুযোগও পেয়েছিলাম। ১৭ মিনিট আমরা ভাল খেলেছি।
তার পর আর তেমন ভাল খেলতে পারিনি।পাশাপাশি বলেছেন, বল ছাড়া আমরা ভাল দৌড়তে পারিনি। আর প্রতিবারই তো বলি, একটা ভুল মানে সেটা বড় ভুল হয়ে যেতে পারে। আজও তা-ই হয়েছে। আজকের ভুলটা বাচ্চাদের মতো। গোলকিপার ও সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির ফল। তারপর থেকে আমরা খেলা থেকে ক্রমশ হারিয়ে গিয়েছি। এই ম্যাচে আমরা নতুন খেলোয়াড় এনেছিলাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
দলের অন্যতম সেরা তারকা আর্জেন্টাইন মিডফল্ডার অ্যালেক্সি গোমেজ বহু দিন পর এই ম্যাচে মাঠে ফেরেন। তাঁকে নিয়ে কোচ বলেন, আজ মাঠে নামার আগে একাধিক ম্যাচ খেলেনি অ্যালেক্সি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ও গুরুতর চোট পায়। তার পরে ওকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছিল। অনেক দিন অনুশীলন করেনি। মাত্র তিন দিন করেছে। তাই এখনও ও সেরা ছন্দে আসেনি। তবে ও ছন্দে চলে আসবে বলেই আমার ধারণা।
এরপর কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। এর পরেই মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তার পরে হায়দরাবাদ সফর ও তার পরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। তার পরে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলি নিয়ে কোচ বলেন, “এখনই মোহনবাগানকে নিয়ে ভাবছি না, ম্যাচটা ছ’দিন পর। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। এই ম্যাচের বিশ্লেষণ করব। দু’দিন পর থেকে ফের প্রস্তুতি শুরু করব”।