
খোদ কলকাতায় এবার ময়লার স্তূপ থেকে উদ্ধার হল কাটা মুন্ডু। শুক্রবার সকালে গল্ফগ্রিনে একটি ময়লার স্তূপ থেকে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বহুতল আবাসনের পিছন দিকে প্লাস্টিকে মোড়া অবস্থায় মুন্ডু পড়ে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে সেটি উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মুন্ডুটি একটি মহিলার। ঘটনাস্থলে কুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কে বা কারা ওই কাটা মুন্ডু রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।