
এবার প্রতারণা মামলায় নাম জড়ালো ব্যাঙ্ক কর্তার। বৃহস্পতিবার আলিপুর আদালতের পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ চারজনকে সমন পাঠানো হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি আলিপুর আদালতে ওই চারজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে সার্ভে পার্কে একটি গ্যারাজের ই অকশন করা হয়’। ‘কয়েক লক্ষ টাকা জমা দিলেও মেলেনি গ্যারাজ বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকাও ফেরায়নি ব্যাঙ্ক। এরপরই আলিপুর আদালতে মামলা হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই মামলাতেই স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সহ চারজনকে সমন পাঠানো হয়েছে।