প্রেম দিবসে শহিদ স্মরণ মোদীর


বঙ্গবার্তা ব্যুরো,
নিজের এক্স হ্যান্ডেলে পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানম ন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন দেশ এই বীর জওয়ানদের ভোলে নি কখনও ভুলবেও না। তাঁদের আত্মত্যাগ, দেশের জন্য বলিদানের কথা আগামী প্রজন্মও মনে রাখবে।
ইদানিং ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস হিসেবে পালন করার চল হয়েছে। সেই দিনেই মোদী মনে করিয়ে দিলেন এই দিনেই ১০১৯ সালে দেশের ৪০ জন সি আর পি এফ জওয়ান দেশের জন্য প্রান দিয়েছিলেন। ওই দিন জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় সি আর পি এফ কনভয়ের ওপর জইশ- ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী হামলা চালায় । কনভয়ে ৭৮ টি গাড়ি ছিল, প্রায় ২৫০০ জওয়ান ছিলেন। হামলায় প্রান যায় প্রায় ৪০ জন জওয়ানের।
এই দিনকে তাই কালা দিবস হিসেবেও পালন করা হয়। মোদী লেখেন এই বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো দেশবাসীর কর্তব্য।