বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে মোদী, থাইল্যান্ড থেকেই যাবেন শ্রীলঙ্কায়

Published By Subrata Halder on 4th April 2025 at 01:03pm

বঙ্গবার্তা ব্যুরো,
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছে বৃহস্পতিবার থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেন ভারত ও থাইল্যান্ডের শতাব্দীপ্রাচীন সম্পর্ক দুটি দেশের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে যুক্ত। রামায়ণের গল্প থাই মানুষের জীবনের একটি অংশ।


ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গিতে থাইল্যান্ডের বিশেষ স্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত-থাইল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি বলেন, ভারত ও থাইল্যান্ড মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, নিয়মভিত্তিক ব্যবস্থার সমর্থন করে, ভারত বিস্তারবাদ নয়, উন্নয়নবাদের নীতিতে বিশ্বাসী।


থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা প্রধানমন্ত্রী মোদিকে ওয়ার্ল্ড ত্রিপিটক সজঝায়া ফোনেটিক সংস্করণ নামক পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ উপহার দেন। প্রধানমন্ত্রী মোদী থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের বিমসটেক নেতৃত্বের সঙ্গে আলোচনায় যোগ দেবেন।পাশাপাশি ব্যাঙ্কক থেকেই শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। ৪ঠা এপ্রিল থেকে ৬ তারিখ পর্যন্ত সেদেশে থাকবেন মোদী। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের ভারত সফরের পর এই সফর। আমরা বহুমুখী ভারত-শ্রীলঙ্কা বন্ধুত্বের বিষয়ে পর্যালোচনা করব এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করব। আমি সেখানে বিভিন্ন বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

02:51