বঙ্গবার্তা ব্যুরো,
নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফিরতেই তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় মোদী লিখেছেন, “সুনীতা উইলিয়ামস এবং ক্রু-৯-এর নভোচারীরা আমাদের দেখিয়েছেন অধ্যবসায়ের প্রকৃত অর্থ। বিশাল অজানার মুখে তাঁদের অটল সংকল্প কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করবে।”
তিনি তাঁদের সাহসের প্রশংসা করে বলেন, “মহাকাশ অভিযান মানেই মানব সম্ভাবনার সীমাকে চ্যালেঞ্জ করা, স্বপ্ন দেখার সাহস করা এবং তা বাস্তবায়নের চেষ্টা করা। সুনীতা উইলিয়ামস এই চেতনাকে মূর্ত করে তুলেছেন এবং তিনি আমাদের পথপ্রদর্শক ও আইকন।”
এই প্রথম নয়, এর আগে গত ১লা মার্চ প্রধানমন্ত্রী মোদী সুনীতা উইলিয়ামসকে চিঠি লিখেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সেই চিঠি এক্স (টুইটার)-এ শেয়ার করেন, যেখানে মোদী লেখেন, “আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন। ভারতের মানুষ আপনার সুস্থতা ও মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করছে।”
সুনীতা উইলিয়ামসের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর। তাঁর বাবা দীপক পান্ড্য ছিলেন স্নায়ুবিজ্ঞানী এবং গুজরাটের ঝুলসান গ্রামের বাসিন্দা। ১৯৫৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মাত্র সাত হাজার জনসংখ্যার সেই গ্রামে সুনীতা তিনবার গিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে সুনীতার সুস্থতার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। চিঠিতে তিনি আরও লেখেন, “আপনার ফেরার পর, আমরা আপনাকে ভারতে দেখার জন্য উন্মুখ। ভারতের জন্য এটি গর্বের বিষয় হবে।”
