মোহামেডান সেরার সম্মান দুজনকে

বঙ্গবার্তা ব্যুরো,
সম্মানিত অতনু-খালেকরা
রবিবার মহমেডান ক্লাবে ‘শান-ই-মহমেডান’ সম্মানে সম্মানিত হলেন অতনু ভট্টাচার্য এবং আব্দুল খালেক। দু’জনকে পুষ্পস্তবক, জার্সি, মালা এবং পঞ্চাশ হাজার টাকার সাম্মানিক মূল‌্য দেওয়া হয়। এ ছাড়াও তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক অতনুর কথায়, এই সম্মান পেয়ে রীতিমতো আপ্লুত। আশা করি পরের মরসুমে মহমেডান স্পোর্টিংকে সেরা ছন্দে দেখতে পাব। খালেক বললেন, তাকে পরিচিতি দিয়েছে মহমেডান ক্লাব। প্রিয় ক্লাবের থেকে সম্মান পেয়ে তিনি কথা হারিয়ে ফেলেছেন।

00:30