টাকার অভাবে ধুঁকছে মহমেডান ক্রিকেট টীম

Mohammedan Sporting Club cricket team financial crisis

Upload By K. Halder at 17th March 2025, 04:41 PM

বঙ্গবার্তা ব্যুরো,
হাতে টাকা পায়ে বল। কলকাতা ফুটবলের বিখ্যাত ডায়লগ। কিন্তু এখন চিত্র বদলে গেছে। বর্তমান ডায়লগটা হল তারিখ পে তারিখ পে তারিখ। ক্রিকেটার থেকে ফুটবলার। তাদের কাছে খেলা থাকলেও টাকা নেই। দীর্ঘদিন ধরে বেতন সমস্যায় ভুগছে মহামেডান স্পোর্টিং। নতুন নতুন তারিখ দিলেও বেতন মিটছে না খেলোয়াড়দের।

ফুটবলার থেকে ক্রিকেটার। কারো বেতন দিতে পারছেন না কলকাতার ময়দানের এই অন্যতম প্রধান। তবে ফুটবলাররা ক্লাব থেকে মুখ ঘুরিয়ে নিলেও ক্রিকেটাররা তা করছেন না। তাদের প্যাশন ক্রিকেট। সেই ভালোবাসা থেকেই ক্রিকেট খেলে চলেছেন। মাঠ রুক্ষ হয়ে যাচ্ছে। জল দেওয়ার লোক নেই। যেকোনও পরিস্থিতিতে চোট পেতে পারেন ক্রিকেটাররা। সেই দায় নেওয়ারও লোক নেই। ক্রিকেটারদের অভিযোগ ক্লাবের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না। এই অবস্থাতেও খেলা চালিয়ে যাচ্ছেন তারা।

03:50