জয় পেল মোহনবাগান তবে চরম অব্যবস্থা মাঠে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান। মোহনবাগান ২-০ গোলে হারাল রেলওয়ে এফসিকে।ব্যারাকপুরের বৃষ্টির মধ্যেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গোল পেয়ে যায় মোহনবাগান। দুই অর্ধে দুটো গোল হয়। ম্যাচের ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক। দুরন্ত ভলিতে জালে বল জড়ান সবুজ-মেরুন অধিনায়ক। একেবারে ম্যাচের শেষের দিকে ব্যবধান বাড়ান শিবম মুন্ডা।
তবে এই ম্যাচে চর্চায় ৩৫ মিনিটের মাথায় রেলওয়ে এফসির প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রমের চোট।যা দেখিয়ে দিল কলকাতা লিগের চূড়ান্ত অব্যবস্থা। মেডিকেল টিমের চূড়ান্ত গাফিলতি চোখে পড়ল ।

এদিন মোহনবাগান ও রেলওয়ে এফসি ম্যাচে গুরুতর চোট পান রেলের ফুটবলার তারক হেমব্রম, দু’পাশে ছাতা দিয়ে বাধা হল ব্যান্ডেজ। নেই চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম। ব্যারাকপুর থেকে কলকাতার হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল তারক হেমব্রমকে। তারককে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে। চিকিৎসক কাঞ্চন ভট্টাচার্যের অধীনে ভর্তি করা হয়েছে তারককে।

এই চোটকে কেন্দ্র করে কলকাতা লিগের চরম অব্যবস্থা সামনে এলো। সামান্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও নেই। ছাতা দিয়ে পায়ের চিকিৎসা করা হচ্ছে,
এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে।

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন প্রথমার্ধে মার্শাল কিস্কুর ট্যাকেল থেকে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন রেলওয়ের তারক হেমব্রম! যন্ত্রণায় কাতরাতে থাকা তারকের সাহায্যে জন্য এগিয়ে আসে মোহনবাগান দলের চিকিৎসক। তাঁর যন্ত্রনা উপশমের জন্য দ্রুত ইঞ্জেকশন দেন তিনি।
অন্যদিকে ময়দানের খবর ২০২৭-২৮ মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন ভারতীয় ফুটবল তারকা পিভি বিষ্ণু।

19:56