বঙ্গবার্তা ব্যুরো,
এফসি গোয়াকে ঘরের মাঠে হারিয়ে ট্রফি পাওয়ার আনন্দ শনিবার সন্ধ্যায় উপভোগ করতে চায় মোহন বাগান। ট্রফি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে মোলিনা প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ। তাই দলে কিছু বদল নিয়ে আসতে চান। জেমি ম্যাকলারেনের তিনটি হলুদ কার্ড রয়েছে। শনিবার ফের কার্ড দেখলে সেমিফাইনালে তাঁকে পাওয়া যাবে না। তাই গোয়ার বিরুদ্ধে তাঁকে বাইরে রেখেই দল সাজাচ্ছেন সবুজ মেরুন কোচ। কার্ড সমস্যায় নেই শুভাশিস বসু। কার্ড দেখার দোরগোড়ায় দাঁড়িয়ে টম অলড্রেট। তাই দুই দিকে আশিস রাই,আশিক কুরিয়ানকে রেখে মাঝখানে আলবার্তোর সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে জুড়ে দিয়ে রক্ষন সাজাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। সেই ইঙ্গিত প্র্যাকটিসেও। চোটের জন্য সাহাল আব্দুল সামাদ নেই। মোলিনা বলছেন, আমরা এখন ৫৩ পয়েন্টে রয়েছি, যদি আরও তিন পয়েন্ট পেয়ে ৫৬ তে পৌঁছানো যায় সেটা থেকে তো ভালো কিছু হয় না আমরা সেই উদ্দেশ্যেই কাল মাঠে নামব।আমরা লিগ শিল্ড জি জিতে গিয়েছি বলেই যে আত্মতুষ্ট হয়ে পড়েছি এমনটা নয়। প্রত্যেকদিন আমাদের সামনে সমান প্রেরণা কাজ করে।

আমাদের বুঝতে হবে আমরা মোহনবাগানে জার্সিতে খেলি সুতরাং প্রত্যেকদিন নিজেদের সেরাটা উপহার দিতে হবে। সমর্থকদের আবেগকে গুরুত্ব দিচ্ছেন, তাদের লাগাতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবুজ মেরুন কোচ বলছেন, আমরা কাল যুবভারতীর মাঠভর্তি সমর্থকদের সামনে খেলব এটা আমাদের জন্য খুবই বড় দিন। আমরা জয়ের উপরেই শিল্ড নিয়ে উৎসবে মাততে চাই কারণ মাঠে সমর্থকরা আমাদের জয় দেখতে আসে।

মোহনবাগান সুপারজায়ান্টের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার পেত্রাতোস কোচের পাশে বসে বললেন, উড়িষ্যার বিরুদ্ধে গোল করেছিলাম আশা করি আরও এরকম গোল আসবে। বড় ম্যাচে গোলের অপেক্ষায় রয়েছি। দলের দাপুটে পারফরম্যান্স নিয়ে দিমিত্রি পেত্রাতস বলছেন, দলের বোঝাপড়া প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক কোচের কথা মত পরিশ্রম করা এগুলোই আমাদেরকে নাম্বার ওয়ান দল করে তুলেছে।
এফসি গোয়ার বিরুদ্ধে খেলার পরেই আইএসএলে বিরতি। ফুটবলাররা জাতীয় দলে যোগ দেবেন। আপাতত এফসি গোয়াকে হারিয়ে জয়ই পাখির চোখ মোহনবাগান সুপারজায়ান্টের।

