Upload By K. Halder at 12th March 2025, 12:17 PM
.বঙ্গবার্তা ব্যুরো,
আইএসএল ফাইনালে যুব ভারতীতে মুখোমুখি মোহনবাগান সুপারজায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলে একনম্বর এবং তিন নম্বরে আইএসএল কাপ জয়ের লড়াই। টিকিটের জন্য হাহাকার ফুটবল প্রেমীদের। চলতি মরসুমে ইতিমধ্যে দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ডুরাণ্ড কাপে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ২-২ গোলে অমিমাংসিত হলে টাইব্রেকারে বাজিমাত হয় সবুজ মেরুনের। আইএসএলে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি জিতলেও কলকাতায় মোহনবাগান ম্যাচ জিতে নেয়। এবার আইএসএল ফাইনাল।
ফাইনালের আগে হোসে মোলিনা বলেন আগে কি হয়েছে তা মনে করতে চান না। তার দাবী খেলোয়াড়রা একশো শতাংশ উজার করে দিয়ে আইএসএল কাপ জিতবে এটাই দলের কাছে বাড়তি মোটিভেশন। দল সবার ওপরে রয়েছে এটাই মোটিভেট করছে। চলতি মরশুমে আমাদের আরও একটি ট্রফি জয়ের জন্য ঝাঁপাতে হবে। প্রতিপক্ষ হিসেবে বেঙ্গালুরু এফসি শক্তিশালী দল। আমরা ওদের সমীহ করি।

ফাইনালের আগে পুরো দল ফিট বলে জানানো হয়েছে সবুজ মেরুনের তরফে। অর্থাৎ মনবীর সিংকে প্রথম থেকে খেলানোর সম্ভাবনা বাড়ছে। গতবছরও আইএসএল ফাইনালে উঠলেও কাপ জয় হয়নি। মোলিনা বলছেন জয় ছাড়া তাদের মাথায় অন্য কিছু নেই। রক্ষন সামলে শুভাশিসের গোল করার মুন্সিয়ানার প্রশংসায় সবুজ মেরুন হেডস্যার।

অধিনায়ক হিসেবে লিগ শিল্ড জয়ের পরে আইএসএল কাপ জয়ের হাতছানি। অধিনায়ক শুভাশিস বলছেন টানা তিনবছর ফাইনাল খেলছে দল। এবার খালি হাতে ফিরতে রাজি নয়। তারজন্য নিঙড়ে দিতে চান নিজেদের। প্রতিপক্ষ শিবির বেঙ্গালুরু এফসি আত্মবিশ্বাসী।
কোচ জেরার্ড জারাগোজা বলছেন, মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে খেলা সবসময়ই চ্যালেঞ্জের। এইবছর ওরা দলগতভাবে দারুন ফুটবল উপহার দিয়েছে। আমরা তিনবছর ওদের বিরুদ্ধে খেলেছি। কলকাতা আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। আমরা ফাইনালে সেরাটা নিঙড়ে দিয়ে জয় তুলে নিতে চাই। গতবছরের ০-৪ গোলে পরাজয়ের স্মৃতি টাটকা রয়েছে বেঙ্গালুরুর । প্রতিপক্ষ দলে ম্যাকলারেন,জেসন কামিন্স,গ্রেগ স্টুয়ার্টের মত ফুটবলার থাকলেও বেঙ্গালুরু কোচের নীল নকশায় সবুজ মেরুন ব্রিগেডকে থামানো ছক। কোচের কথার সুর অধিনায়ক বেঙ্গালুরু এফসি অধিনায়ক গুরপ্রীত সিংয়ের গলায়। ভারতীয় ফুটবলে যাত্রা কলকাতা থেকেই শুরু করেছিলেন তিনি। সেকথা মাথায় রেখে গুরপ্রীত বলছেন যেকোনও চ্যালেঞ্জ সামলাতে তারা তৈরি। তাই দারুন একটা উপভোগ্য হতে চলেছে আইএসএল ফাইনাল আশা মোহন বাগান সমর্থকদের।