আইএসএল কাপ পাখির চোখ মোহনবাগানের

বঙ্গবার্তা ব্যুরো,
এবার চোখ আইএসএল কাপে। নকআউটের জার্নি শেষ শুরু হওয়ার আগে লিগ পর্যায়ের দুটো ম্যাচ বাকি। শনিবার মোহনবাগান সুপারজায়ান্ট খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে । লিগ শিল্ড জয়ের পরেও জোর দিচ্ছেন জয়ের অভ্যাসে, প্রথম লক্ষ্য ছিল শিল্ড জেতা। সেটা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সামনের ম্যাচও জিততে হবে। এক মাস পরেই আইএসএলের ফাইনাল। তাই এই সময় মনঃসংযোগ হারালে চলবে না। জেতার অভ্যাস বজায় রাখতে হবে। বাইশ ম্যাচে ৫২ পয়েন্ট। সবুজ মেরুনের পারফরম্যান্সের কাঁটাছেড়া করতে বসে হোসে মোলিনা বলছেন,এখনও অনেক জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। শেষ দুটো ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। সমর্থকদের আরও আনন্দ দিতে চাই।
সবুজ মেরুন কোচ জানিয়েছেন দলের প্রতিটি ফুটবলারই ভালো। প্রত্যেকের ওপর তার ভরসা রয়েছে।
দলের পরিবেশ খুব ভাল। তবে সকলকে সব ম্যাচে খুশি রাখা যায় না। সকলে খেলার সুযোগ পায় না। কিন্তু আমার দলের সকলে জানে, যখনই সুযোগ পাবে নিজের সেরাটা দেবে। অনেকে চোটের জন্য খেলতে পারেনি। অনেকে কার্ড সমস্যায়। যে ম্যাচে যাকে দরকার তাকে খেলিয়েছি। মুম্বই ও গোয়া ম্যাচের জন্য আমার আলাদা পরিকল্পনা আছে। ছেলেদের উপর আমার বিশ্বাস আছে। পরের দুটো ম্যাচ জেতার জন্য যাদের খেলানো দরকার তাদেরই খেলাব, বলছেন মোলিনা।
লিগ-শিল্ড এবং আইএসএল কাপ একসঙ্গে জেতা হয়নি। গতবছর খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল। এ বার সেই ট্রফিও চান মোলিনা। বলছেন, ৮ মার্চ আমাদের শেষ লিগের ম্যাচ। তার পর জাতীয় দলের জন্য কিছু ফুটবলার ছাড়তে হবে। পরে আবার নক আউট খেলা। তার জন্য সময় আছে। তাই এখন থেকে নক আউট নিয়ে ভাবছি না। তখনকার পরিকল্পনা তখন করব। এখন শুধু সামনের দুটো ম্যাচ নিয়েই ভাবছি।”শনিবারের ম্যাচে জেসন কামিন্সকে কার্ড সমস্যায় পাওয়া যাবে না। চোট সমস্যায় নেই সাহাল আব্দুল সামাদ। মুম্বই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে সামলানো বড় চ্যালেঞ্জ। তাই সতর্কতা মোলিনার গলায়। মুম্বই কঠিন প্রতিপক্ষ। ওদের দলে ভাল ফুটবলার আছে। এ বার হয়তো ওরা অতটা সাফল্য পাচ্ছে না। কিন্তু ওদের হালকা ভাবে নিচ্ছি না। মুখোমুখি সাক্ষাতে ওরা আমাদের থেকে এগিয়ে। তবে সেটা অতীত। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ওদের ঘরের মাঠে গিয়ে ওদের হারাতে চাই।