শনিবার কঠিন পরীক্ষা মোহনবাগানের, তিন অজি রেখেই ছক মোলিনা


বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি -ডুরান্ড কাপ ফেসবুক

শনিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। ইতিমধ্যেই ডুরান্ডে দুটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। দুটিতেই এসেছে জয়। প্রথম ম্যাচ মহমেডান ও দ্বিতীয় ম্যাচ বিএসএফ। এসেছে সহজ জয়। তবুও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নয় বাগানের। শনিবার গ্রুপের শেষ ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। তারাই দুটি ম্যাচ জিতেছে। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে তারা।

পরপর দুটো কার্ড দেখায় নেই ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। চোট আলবার্তো রডড্রিগেজ, মনবীর, কিয়ান, সুহেলের। তাঁরা নেই ডায়মন্ড ম্যাচে। তার জন্য হতাশা নেই মোলিনার। ম্যাচের আগের দিন তিনি বলেন, থাকলে ভাল হত। কিন্তু নেই বলে হাহুতাশ করছি না। কোনও অজুহাত খাড়া করতে চাইছি না ডায়মন্ড হারবার ম্যাচের অগে। ওদের বাদ দিয়ে দল সাজানোর পরিকল্পনা ভেবে রেখেছি।

কামিংস, দিমিত্রি, ম্যাকলারেন তিন অজি তারকাকে নথিভুক্ত করালেও সবাইকে যে প্রথম এগারোয় রাখবেন তা নিশ্চিত নয়। তাছাড়া ডুরান্ডের দুই ম্যাচে লিস্টন কোলাসো অসাধারণ ফুটবল খেলেছেন।

শুক্রবার বিকেলবেলা একটি সাদা রংয়ের গাড়িতে মোহনবাগান তাঁবুতে হাজির হন দিমিত্রি পেত্রাতোস। পরনে ছিল নীল এবং হলুদ রংয়ের একটি টি-শার্ট। কাঁধে ছিল একটি স্লিং ব্যাগ। গাড়ি থেকে নামতে না নামতেই তাঁর মুখে হালকা একটা হাসির ঝলক দেখতে পাওয়া যায়। এতদিন পর মোহনবাগান ক্লাবে এসে যে তিনি খুশি সেটা পেত্রাতোসের চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এর মাঝে সবুজ মেরুন শিবিরে স্বস্তি আপুইয়াকে নিয়ে।

ডুরান্ডের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে মোহনবাগান এসজিকে দেওয়া চিঠিতে আপুইয়ার ১ ম্যাচের নির্বাসনের কথা বলা হয়েছে। এতে ডায়মন্ড ম্যাচে আপুইয়ার খেলতে বাধা নেই। মোলিনার পরিকল্পনায় তিনি থাকছেন।

04:39