বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
শুক্রবার সকালে এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে গ্রুপ সি’তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল।
গ্রুপ ‘ডি’তে এফসি গোয়া, আল নাসের ছাড়া রয়েছে ইরাকের আল জ়াওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল। গোয়া এবং আল নাসের একই গ্রুপে থাকায় রোনাল্ডোর ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে।
মোহনবাগান সুপার জায়ান্টের গ্রুপে থাকা ইরানের সেপাহান এশিয়ান ফুটবলে বড় নাম—২০০৭ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট-এ রানার্স আপ হয়েছিল। জর্ডনের আল হুসেইন সে দেশের অন্যতম সেরা দল। তুর্কমেনিস্তানের আহল এফসি এফসি গোয়ার মতো প্লে-অফ জিতে গ্রুপ পর্বে উঠেছে।
এফসি গোয়া গ্রুপ ‘ডি’-তে রয়েছে সৌদি আরবের আল নাসর-এর সঙ্গে, যারা ১৯৯৭-৯৮ সালে এএফসি কাপ উইনার্স কাপ ও এশিয়ান সুপার কাপ জেতে। সৌদি ক্লাবটিতে রয়েছেন বিশ্বসেরা তারকা রোনাল্ডো, গ্রুপ পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য যাঁর ভারত সফরে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে।তবে সেই দলে সিআর সেভেনের থাকা নিশ্চিত নয়। কারণ অ্যাওয়ে ম্যাচে খেলতে বাধ্য নন রোনাল্ডো।
আগামী এসিএল টু’য়ের গ্রুপ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব