আরো এক ইতিহাস মোহন বাগানের, জিতল আইএসএল ট্রফি

Mohun Bagan ISL 2025 Champion

Upload By K. Halder at 13th March 2025, 08:42 AM

বঙ্গবার্তা ব্যুরো,
লিগ শিল্ডের পরে এবার আইএসএল কাপও চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট।
বেঙ্গালুরুরএফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতে আইএসএল কাপ জিতে নীল সবুজ মেরুন দল।
গত কয়েকদিন ধরেই, ম্যাচ নিয়ে ছিলো টান টান উত্তেজনা। টিকিটের হাহাকার ও ছিল ময়দান জুড়ে। কাল দর্শকদের সব প্রত্যাশা পূরণ করে দিয়েছে দুদলের খেলোয়াড়রা। মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে গোল করেন জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেন্স। বেঙ্গালুরু এফসির গোল অবশ্য আলবার্তোর আত্মঘাতী।


সবুজ মেরুন দুই উইং মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় বন্ধ করে ম্যাচের রাশ তুলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। নয় মিনিটে জেমি ম্যাকলারেনের গোল করার চেষ্টা গুরপ্রীত সিংএর বাঁচানো ছাড়া মোহনবাগান সুপারজায়ান্টের আক্রমন সেভাবে নেই। বরং ১৯ মিনিটে সুনীল ছেত্রীর হেড শুভাশিস বসু বাঁচানো ছাড়াও একাধিক আক্রমনে মাঠের নিয়ন্ত্রক সুনীল ছেত্রীরাই।


বিরতির পরে ফের একই ছবি। ক্রমবর্ধমান চাপের কাছে ভাঙল সবুজ মেরুন রক্ষন। ৪৯ মিনিটে রায়ান উইলিয়ামসের সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে গোলে পাঠিয়ে দেন আলবার্তো। আত্মঘাতী গোলের সুবাদে বেঙ্গালুরু এফসি ১-০।


৭২ মিনিটে জেসন কামিন্সের সেন্টার জেমি ম্যাকলারেন তা ফ্লিক করেন। বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেন চিঙ্গলসানা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করতে ভুল করেননি। সমতায় ফেরে সবুজ মেরুন। এর পরেই খেলায় ফিরতে থাকে মরিয়া মোহনবাগান।


চাপ বাড়াতে থাকে ব্যাঙ্গালোরের উপর। নির্ধারিত সময় ড্র হওয়ায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।সেখানেই বাজিমাত মোহনবাগান সুপারজায়ান্টের। জয়সূচক গোল জেমি ম্যাকলারেনের। যে গোলটি করেছেন তা আন্তর্জাতিক মানের। পিছিয়ে থেকেও আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট।
সত্যই কালকের ম্যাচ যেনো পাল তোলা নৌকার রূপকথার প্রত্যাবর্তন।

16:01