Upload By K. Halder at 14th March 2025, 12:04 PM
বঙ্গবার্তা ব্যুরো,
যুবভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ জিতে নিয়েছে মোহনবাগান। এর আগে রেকর্ড গড়ে জিতেছে লিগ শিল্ডও। দ্বিমুকুট জয়ের সাফল্যের সময়ে মাঠে উপস্থিত ছিলেন সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আর ঐতিহাসিক দ্বিমুকুট জয়ের পর গোয়েঙ্কা স্বয়ং যেমন উচ্ছ্বসিত, তেমনই উচ্ছ্বসিত মোহনবাগান ক্লাবের সদস্যরা।
ক্লাব সচিব দেবাশিস দত্ত ইতিমধ্যে বলেছেন তিনি বাকরুদ্ধ। রবিবার মোহনবাগান ক্লাব সচিব জানিয়েছেন পয়লা বৈশাখ বার পূজোর দিন সকালে আইএসএল লিগ শিল্ড ট্রফি,আইএসএল কাপ সদস্য সমর্থকদের জন্য ক্লাব লনে প্রদর্শিত হবে। সঙ্গে হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফিও রাখা হবে। তবে ওইদিন লক্ষ্ণৌ সুপারজায়ান্টের খেলা থাকায় মোহনবাগান সুপারজায়ান্ট কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবে আসবেন না।