কাপ জিতে তীরে পৌঁছানোর লক্ষে অবিচল পালতোলা নৌকা

Mohun Bagan players training ahead of ISL 2025 Final against Bengaluru FC

Upload By K. Halder at 9th March 2025, 10:39 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ফাইনালে ওঠার আনন্দ এখন অতীত। এবার মিশন ট্রফি জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। একদিন বিশ্রাম নেওয়ার পরে ফের ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান সুপারজায়ান্ট। দলের সকলেই উপস্থিত।

ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে প্রতিটি ফুটবলারই পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি সতর্ক। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল কাপ জয় সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। গ্রেগ স্টুয়ার্টের মত ফুটবলার ইতিমধ্যেই বলেছেন লিগ শিল্ড জয়ের অভিজ্ঞতা থাকলেও নকআউট খেতাব জিততে পারেননি। সেক্ষেত্রে শনিবার স্কটিশ মিডফিল্ডারের অধরা স্বপ্ন পূরণের সুযোগ।

জেমি ম্যাকলারেন বলেছেন দলকে চ্যাম্পিয়ন করা ছাড়া আর কিছু ভাবছেন না। সেইজন্যই তারা সকলে মিলে সব ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে গর্বিত করার লক্ষ্য সবার। লিগ শিল্ড জয়ের বছরে আইএসএল কাপ জয়ের কৃতিত্ব আইএসএলে এমন উদাহরণ কম রয়েছে। সবুজ মেরুন ব্রিগেড সেই বিরল কৃতিত্বের অংশীদার হতে চায়। ফাইনাল প্রস্তুতির প্রথম দিন রিকভারির ওপর জোর দিয়েছেন হোসে মোলিনা।

জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম একাদশে যারা খেলেছিল তারা মূলত রিকভারি সেশনে ব্যস্ত থাকলেন। বাকিরা নিজেদের মধ্যে দ্রুত পাসিং ফুটবল প্র্যাকটিস করলেন। ইতিমধ্যে কোচ মোলিনা বলেছেন বেঙ্গালুরু এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। তবে দলের ফুটবলারদের সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী এবং আস্থাশীল।

প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন প্রমাণ করে ইতিমধ্যে নীল নকশা সাজানোর কাজ শুরু করে দিয়েছেন মোলিনা। ফাইনালের প্রস্তুতিতে নেমে প্রথম পর্ব হালকা মেজাজে থাকলেও মাঝের দুটো দিনে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটি যে মোলিনা কড়া দাওয়াইয়ে সারবেন তারও ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনবার আই এস এল ফাইনালে পৌঁছনোর কৃতিত্ব এখনো পর্যন্ত কোনো দলের নেই, সেটাও উজ্জীবিত করছে মোহন বাগান খেলোয়াড়দের।

01:04