কলকাতা লিগে সুপার সিক্সের আশা বজায় রাখল মোহনবাগান

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আইএফএ

কলকাতা ফুটবল লিগে জয়ে ফিরল মোহনবাগান।তিনি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বেহালা এসএস ক্লাবের বিরুদ্ধে ৫-২ গোলে জিতল সবুজম্যাচের ২৯ মিনিটে বাগানের হয়ে গোলের দরজা খুলে দেন শিবম। এরপর ৪১ মিনিটে দ্বিতীয় গোলটাও তাঁর পা থেকেই বেরিয়ে আসে। তবে এই দ্বিতীয় গোলের ক্ষেত্রে তাঁর কৃতিত্ব. ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে পালটা লড়াই করে বিএসএস। ৪৯ মিনিটে রোমিন গোলদার ও ঠিক তার পরের মিনিটেই তুহিন গোল করে সমতা ফেরান। কিন্তু শিবমের হ্যাটট্রিকে জয়ের রাস্তা খুলে যায় সবুজ-মেরুনের জন্য। ৫৪ মিনিটে গোল করেন হ্যাটট্রিক সম্পন্ন করেন শিবম। মোহনবাগানের হয়ে ৬৩ মিনিটে আদিত্য অধিকারী ও ৮৯ মিনিটে করণ রাই গোল করে যান। ফলে ৫-২ গোলে জয় পেয়েই স্বস্তি পেল মেরিনার্স ব্রিগেড। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মোহনবাগান। সুপার সিক্সের আশা এখনও আছে বাগানের।

হ্যাটট্রিকের মালিক শিবম মুন্ডা বললেন, ‘মোহনবাগানের জন্য নিজের সেরাটা দিতে পেরেছি। দলের জয়ে সাহায্য করতে পেরেছি। এটা ভেবেই ভাল লাগছে। তবে আমাকে নিজের পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে। এর আগে সুহেল, দীপেন্দুরা সিনিয়র দলে সুযোগ পেয়েছেন, শিবমের লক্ষ্য সিনিয়র দল।