বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ডুরান্ড কাপ হাতছাড়া হলেও তাঁর সামনে এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সোমবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লীগ ২ এর প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। সবুজ মেরুনের ফোকাস এখন সেই ম্যাচেই। জাতীয় দলের শিবিরে ফুটবলার ছাড়বে না মোহনবাগান। মোহনবাগানের সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি এবং বিশাল কাইথ।
১৬ সেপ্টেম্বর যুবভারতীতে গ্রুপের প্রখম ম্যাচে আহাল এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচের জন্য দলকে পুরোপুরি ফিট করে তুলতে চান মোলিনা। একইসঙ্গে ফুটবলারদের মধ্যে বোঝাপড়াটাও। জাতীয় শিবিরে ফুটবলার চলে গেলে সেটা কিছুতেই সম্ভব নয়।
ক্লাব ও ফেডারেশনের মধ্যে ফুটবলার ছাড়া নিয়ে সংঘাত দীর্ঘদিনের। এই প্রশ্নটা তাই ছিল, কাফা নেশনস কাপের জন্য সব দল ফুটবলার ছেড়ে কি খালিদকে সহযোগিতা করবে? সেই আশঙ্কাই সত্যি হল। মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ নিজেদের ও কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিবিরে কোনও ফুটবলার না ছাড়ার।
আইএসএল নিয়ে জটিলতা অব্যাহত। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। সোমবার সুপ্রিম কোর্ট আইএসএলের অবস্থা নিয়ে স্টেকহোল্ডারদের আবেদন শুনতে সম্মত হয়েছে, অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এর মধ্যে মাস্টার রাইটস চুক্তিকে কেন্দ্র করে জটিলতা চলছে। এই আবহে ৮ ক্লাব শীর্ষ আদালতের দৃষ্টি আর্কষণ করেন।
সোমবার অ্যামিকাস কিউরি, সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণন উল্লেখ করার পর, বিচারপতি পিএস নরসিমার নেতৃত্বাধীন একটি বেঞ্চ ২২ আগস্ট এই মামলার শুনানি করবে।