Upload By K. Halder at 18th March 2025, 07:47 AM
বঙ্গবার্তা ব্যুরো,
আইএসএল শেষ করে বৃহস্পতিবারই সুপার কাপের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। তবে আগামী সপ্তাহে শুরু হতে চলা সুপার কাপে মোহনবাগান সুপারজায়ান্ট তাদের পূর্ন শক্তির দল নিয়ে যাচ্ছে না। সিনিয়র দলের সাহাল আব্দুল সামাদ,আশিক কুরিয়ান,দীপক টাঙরি,গ্লেন মার্টিন্স এবং বিদেশিদের মধ্যে ন্যুনো রেইস কে রেখে ডেভলপমেন্ট দলের বাকি সবাইকে নিয়ে সবুজ মেরুন ব্রিগেড যাচ্ছে সুপার কাপে।
হেড কোচ হোসে মোলিনা এবং জেমি ম্যাকলারেন,জেসন কামিন্স,পেত্রাতোস,আলড্রেট, আলবার্তো কেউ সুপার কাপের দলে নেই। সুপার কাপে মোহনবাগান সুপারজায়ান্টের কোচের দায়িত্বে থাকবেন মোলিনার ডেপুটি বাস্তব রায়। তবে প্রথম দিনের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারনে মোহনবাগান সুপারজায়ান্ট অনুশীলন ভেস্তে যায়।

অন্যদিকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসও বৃষ্টি বিঘ্নিত। সুপার কাপের আগে ইতিমধ্যে ক্লেটন সিলভাকে বিদায় দিয়েছে ইস্টবেঙ্গল। দলের ফিজিওকেও ছাঁটাই করা হয়েছে। এদিকে সওল ক্রেসপো চোট পেয়েছেন হোটেলে পড়ে গিয়ে। বৃহস্পতিবারের অনুশীলনেও আসেননি। তার হ্যামস্ট্রিংয়ের চোট কতটা গুরুতর তা জানতে স্ক্যান করার হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না স্প্যানিশ মিডফিল্ডার সুপার কাপে খেলতে পারবেন কি না। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করছিল লাল হলুদ। শেষ পর্যন্ত মাঠে জল জমে যাওয়াতে প্র্যাকটিস বন্ধ করা হয়।