ওড়িশা এফসিকে হারিয়ে লিগ-শিল্ড নিশ্চিত করল মোহনবাগান

বঙ্গবার্তা ব্যুরো,

ওড়িশা এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে দিমিত্রি পেত্রাতসের একমাত্র গোলে ইতিমধ‌্যে লিগ-শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম‌্যাচের পরে যুবভারতীতে লিগ-শিল্ড দেওয়া হবে দিমিত্রি পেত্রাতসদের। তবে প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিতে নারাজ কোচ হোসে মলিনা।

আইএসএলে চলতি মরসুমে প্রথম পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে ১-২ গোলে হেরেছিল মোহনবাগান। ফিরতি পর্বে ড্র নয়, জয়ের লক্ষ‌্যেই নামবেন দিমিত্রিরা। ইতিমধ‌্যেই তিনটি হলুদ কার্ড দেখেছেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম‌্যাকলারেন। আর একটি কার্ড দেখলেই প্লে-অফে তাঁকে পাবেন না মলিনা। বুধবার এবং বৃহস্পতিবার তিনি অনুশীলন করেননি। শোনা যাচ্ছে, তাই তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান কোচ।

বৃহস্পতিবার অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন ফুটবলাররা। এ দিন যুবভারতীতে এসেছিলেন গ্রেগ স্টুয়ার্টের ছেলে ও জেমির বাবা। তাঁরা গ‌্যালারি থেকে লিগ-শিল্ডের ম‌্যাচেরও সাক্ষী থাকবেন।

কার্ড সমস‌্যায় গোয়ার বিরুদ্ধে নেই শুভাশিস বসু, অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি। লেফ্ট ব‌্যাক শুভাশিসের জায়গায় খেলার সম্ভাবনা বেশি আশিক কুরুনিয়নের। মাঝমাঠে আপুইয়ার পাশে জোট বাঁধবেন অনিরুদ্ধ থাপা। আক্রমণ ভাগে গ্রেগ, দিমিত্রি, জেসন কামিংস ত্রয়ীর মধ‌্যে কম্বিনেশন করে খেলানো হলেও প্রথম একাদশে শুরু করার সম্ভাবনা বেশি দিমিত্রি-কামিংস জুটির।