বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র মোহনবাগান সুপারজায়ান্টের। সবুজ মেরুনের হয়ে গোলদাতা জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। মুম্বইয়ের হয়ে গোল জন টোরাল এবং নাথান রডরিগেজের । সাতান্ন মিনিটে বিক্রম প্রতাপ সিং দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় বাকি সময় মুম্বই সিটি এফসিকে দশ জনে খেলতে হয়। এই ড্রয়ের ফলে মেরিনার্সরা তেইশ ম্যাচে তিপান্ন পয়েন্টে পৌঁছে গেল। এবার সামনে এফসি গোয়া। ৮ই মার্চ ঘরের মাঠে খেলা। মোহনবাগান সুপারজায়ান্টের ড্রয়ে আশা রইল ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাবার। ১০জনে মুম্বই সিটি এফসি এই ড্রয়ের ফলে তেত্রিশ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচে। প্রথম ছয়ে ঢুকে পড়ার দৌড়ে ওড়িশা এফসি,নর্থ ইস্ট ইউনাইটেডও রয়েছে। ফলে প্রথম ছয়ের শেষ দুটো স্থানের লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে।
ওড়িশা এফসির বিরুদ্ধে দুরন্ত গোলের পরে দিমিত্রি পেত্রাতোস ফের গোল পেলেন। ৩২ মিনিটে মুম্বই রক্ষনে ভুল কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। ভ্যান নিফের ভুল ব্যাকপাস ধরে চলতি আইএসএলে নিজের ১১নম্বর গোলটি করে ফেললেন। এরপর ৪১ মিনিটে দ্বিতীয় গোল। লিস্টন কোলাসোর শট লাচেনপার হাত থেকে ছিটকে বেরোলে ফিরতি বল জালে পাঠান পেত্রাতোস। মুম্বইয়ের বিরুদ্ধে মোহনবাগান সুপারজায়ান্টের ম্যাচ সবসময়ই হাড্ডাহাড্ডি। পিছিয়ে পড়া অবস্থা থেকে সমতায় ফিরতে মুম্বই চাপ বাড়াতে থাকে। ছাপান্ন মিনিটে টোরাল মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান। পরের মিনিটেই লাল কার্ডের ধাক্কায় মুম্বই দশজনে হয়ে যায়। মাঠের বাইরে চলে যান বিক্রম প্রতাপ সিং। দশজনে হয়ে গেলেও লড়াই ছাড়েনি। মরিয়া আক্রমন হানতে থাকে। ফল স্বরূপ ৮৯ মিনিটে নাথান রডরিগেজ মুম্বইকে সমতায় ফেরান। দশ জনে পিছিয়ে থেকেও অন্তত একটি পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশি মুম্বই কোচ পিটার কাটকি। বাকি দুটো ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেলেই তাদের সুপার সিক্স যাওয়া নিশ্চিত হবে। বাকি দলগুলোর তুলনায় সুবিধা জনক জায়গায় থাকছে তারা।
মুম্বাইয়ের বাম্পারে ধাক্কা মোহন বাগানের
