যোগ্য চাকরি হারাদের আন্দোলন, চাকরির বিজ্ঞপ্তি সরকারের

Kashmir Attack Compensation West Bengal Government

Published By Subrata Halder, 30 May 2025, 08:10 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বকেয়া চাকরির দাবিতে রাজপথে আন্দোলন, চোখেমুখে যন্ত্রণার ছাপ, ঠিক এমন এক প্রেক্ষাপটে নিয়োগের বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রীর আগাম বার্তার ছায়াতেই শুক্রবার বিকেলে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার নতুন বিধিনিষেধ।
নিয়োগ হবে মোট ৩৫,৭২৬টি শূন্যপদে। নবম দশম শ্রেণির জন্য শূন্যপদ রয়েছে ২৩,২১২টি, আর একাদশ দ্বাদশে ১২,৫১৪টি।
আবেদন প্রক্রিয়া শুরু ১৬ জুন বিকেল ৫টা থেকে, চলবে ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ফলাফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ, এরপর ২৪ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত প্যানেল। ২৯ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং পর্ব।
নতুন নিয়মে কিছু বড় পরিবর্তন
লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, আগে ছিল ৫৫।
শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ১০ নম্বর, যেখানে আগে ছিল ৩৫
ইন্টারভিউ: ১০ নম্বর,
লেকচার ডেমোস্ট্রেশন: ১০ নম্বর এবার প্রথম
শিক্ষকের অভিজ্ঞতাকেও বিবেচনা করা হবে এবার
বয়সে ছাড়,
২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ৪০ বছরের মধ্যে, তাঁরাও আবেদন করতে পারবেন।
মূল্যায়ন ও নথিপত্র সংরক্ষণ:
মেধাতালিকা এবং অপেক্ষমাণ তালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিং থেকে এক বছর। প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে বাড়তে পারে আরও ছ’মাস।
ওয়েমার শিট সংরক্ষণ, ২ বছর,
তবে তার স্ক্যান কপি রাখতে হবে ১০ বছর পর্যন্ত।
আবেদন ফি
সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা,
তপশিলি জাতি উপজাতি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২০০ টাকা।
আরও স্পষ্টভাবে বলা হয়েছে, যারা আদালতের বিচারে দোষী সাব্যস্ত, তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

05:19