অশান্ত মুর্শিদাবাদে শান্তি ফেরাতে গ্রামে গ্রামে বৈঠক পুলিশের

Murshidabad police peace meetings​

Upload By K. Halder at 15th March 2025, 05:07 PM

বঙ্গবার্তা ব্যুরো,
নতুন বছর শুরু হোক নতুন ভাবে। চাইছেন সব ধর্মের সাধারণ মানুষ। কয়েকদিন ধরে অশান্ত থাকার পর নববর্ষ থেকে মুর্শিদাবাদে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের উদ্যোগে শুরু হয়েছে শান্তি বৈঠক। গ্রামে গ্রামে এই বৈঠক হচ্ছে স্থানীয়দের নিয়ে। ইতিমধ্যে এই ধরণের প্রায় শতাধিক বৈঠক হয়েছে।


মঙ্গলবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দোকানপাট খুলছে। ধুলিয়ানে নববর্ষের দিন একাধিক মিষ্টির দোকান খুলেছে। মিষ্টির দোকানের পাশাপাশি কিছু কাপড়ের দোকানও খুলেছে। তবে ক্রেতা কম। যাতে বোঝা যাচ্ছে ভয় বা আতঙ্ক পুরোপুরি যায় নি।


বিড়ি শ্রমিকরাও কাজে যোগ দিচ্ছেন। পুলিশের উদ্যোগ জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক করে তোলা। বৈঠক গুলিতে স্থানীয় থানার ওসিরাও উপস্থিত ছিলেন।


পুলিশের পক্ষ থেকে স্থানীয় মানুষের কাছে আবেদন জানানো হয়েছে তাঁরা যেন কোনও রকম গুজবে কান না দেন। কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে পুলিশকে জানাতে বলা হয়েছে।


দক্ষিণবঙ্গের আইজি সুপ্রতিম সরকার জানিয়েছেন গুজব ছড়ানো রুখতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। এলাকায় এলাকায় এখনও টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, সিআরপিএফ ও বিএসএফ মিলিয়ে মোট ১৭ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

01:06