৮৩ বছর বয়সে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়


বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার ভোরেই তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি এস এস কে এম হাসপাতালে ভর্তি ছিলেন।রক্তক্ষরণ সহ ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অবস্থাতেও শিল্পী মমতাকে গান শুনিয়ছিলেন।
বাংলা গানে এক নতুন ধারা শুরু করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। কোনও যন্ত্র সহযোগিতা ছাড়াই তিনি গান গাইতেন। তাঁর গান একসময় সকলের মুখে মুখে ফিরত। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন তিনি।
প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলা সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে।বহু মানুষই তাঁকে শ্রদ্ধ জানাচ্ছেন।