বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সবুজ মেরুন। তার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি শুরু করলেন হোসে মোলিনা। ইতিমধ্যে প্রথম লেগে ১-২ গোলে পরাজয়ে মোহনবাগান সুপারজায়ান্ট কিছুটা হলেও ব্যাকফুটে।
প্রথম একাদশে আপুইয়া এবং মনবীর সিংয়ের অনুপস্থিতি মোহনবাগান সুপারজায়ান্টের খেলায় পড়েছিল। স্বস্তির খবর আপুইয়া প্র্যাকটিস করেছেন। তার খেলার সম্ভাবনা যথেষ্ট। তবে মনবীর সিংকে নিয়ে অনিশ্চয়তা এখনও রয়েছে। আগামী আটচল্লিশ ঘণ্টায় দুই ফুটবলারকে পুরো ফিট করে তোলার চেষ্টা চলছে।
এদিকে মোহনবাগান ক্লাবের বিদায়ী কার্যকারী কমিটি আলোচনায় বসেছিল। সেখানে পয়লা বৈশাখের বারপূজোর অনুষ্ঠান সংগঠিত করা নিয়ে বিশদে আলোচনা হয়। ক্লাব সচিব দেবাশীষ দত্ত বলেন ওইদিন করুনাশঙ্কর ভট্টাচার্যের নিজের লেখা বই প্রকাশ হবে।
একটাই অস্ত্র,পায়ে ফুটবল। ওদের গোলে বল মেরে সেইভাবেই আমাদের বদলা নিতে হবে। আমরা তো ওদের পর্যায়ে নেমে মারপিটটা করব না। আমাদের শোভা পায় না। আমরা মোহনবাগান। ওরা কি করেছে আমাদের দেখার দরকার নেই। ওদের ওপর যদি বদলা নিতেই হয় তাহলে মাঠেই নিতে হবে। আমাদের ফুটবলাররা দৃঢ়প্রতিজ্ঞ। তা নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। যথেষ্ট ভালো করে খেলে ওদের গোলে যতগুলো বল জড়ানো যাবে সেটাই উচিত শিক্ষা হবে। জামশেদপুরে প্রথম লেগের সেমিফাইনালের শেষে সবুজ মেরুন সমর্থকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। আহত সমর্থকদের হাসপাতালে নিয়ে যেতে হয়। এবার খেলা কলকাতায়।
মোহনবাগান সুপারজায়ান্ট সমর্থকদের “উষ্ণ”অভ্যর্থনা দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে। এই অবস্থায় জামশদপুর ম্যাচ কলকাতার বদলে অন্য জায়গায় করা আবেদন করেছে বলে খবর ছড়িয়েছে। যদিও তার সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই অবস্থায় পরিস্থতি উত্তপ্ত না হয় সেই জন্য মোহনবাগান সচিবের এই আবেদন। বদলা মাঠে হোক,মাঠের বাইরে নয়।