রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Published by Subrata Halder, 17 June 2025, 11:41 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
কসবায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দরজা ভেঙে বাবা-মা এবং একমাত্র ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কসবা থানার পুলিশ।
কসবা থানা সূত্রে জানা যায়, সরজিৎ ভট্টাচার্য ৭০, গার্গী ভট্টাচার্য ৬৮, এবং তাদের একমাত্র পুত্র আয়ুষ্মান ভট্টাচার্য ৩৮ বছর বয়সী, জানা গিয়েছে কসবা থানায় এলাকার ৫০ নম্বর রাজডাঙ্গা গোল্ড পার্ক এলাকায় এই পরিবারে থাকেন। সকাল থেকে বাড়ির দরজা বন্ধ ছিল। এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে দেখে বাড়ির গেটে ভেতর থেকে তালা দেওয়া রয়েছে এবং ঘরের ভেতরে দরজা সেটিও বন্ধ রয়েছে। পুলিশ সকলের উপস্থিতিতে প্রথমে গেটে তালা ভাঙেন তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন স্বামী স্ত্রী এবং একমাত্র সন্তানের ঝুলন্ত দেহ রয়েছে। কেন এই পরিবার এই আত্মহত্যার পথ বেছে নিল না এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ঘরের মধ্যে থেকে তল্লাশি চালিয়ে তথ্য খুঁজে পুলিশ। নিকট আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কসবা থানা সূত্রে জানা গিয়েছে। পাড়া প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে জোর কদমে তদন্ত চলছে। কেন এই পরিবার একইসঙ্গে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করল তা জানার চেষ্টা করছে পুলিশ। শেষ কবে এই পরিবারকে স্থানীয় মানুষজন দেখেছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

01:30