নিউআলিপুরে অভিজাত আবাসনে রহস্য মৃত্যু মহিলার, তদন্তে হোমিসাইড শাখা

Upload By K. Halder at 24th April 2025, 06:21 PM

বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতার অভিজাত আবাসনে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হল। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন দুপুর একটার সময় মহিলার আর্ত চিৎকার শোনা যায়। চিৎকার শুনে তারা সেখানে যান। দেখেন পার্কিং লটে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে আছে। তাঁর শরীরে এক ধারালো অস্ত্র ঢুকে আছে।
ওই অবস্থায় তাকে দ্রুত বেসরকারি হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কসবার আর কে চ্যাটার্জী রোডের আবাসনে এই ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। কসবা থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও সেখানে গিয়েছেন। তারা প্রাথমিক তদন্তে মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। জায়গায় জায়গায় চাপ চাপ রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে একে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। বছর ৩৫ এর ওই মহিলাকে কেউ হত্যা করল নাকি এর পিছনে কোনও সম্পর্কের জটিলতা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দিনে দুপুরে কসবার মত অভিজাত এলাকায় এই খুনের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। আবাসনের বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এই বিষয়ে তাদের কী করণীয় তা নিয়েও পুলিশের সঙ্গে আবাসনের বাসিন্দারা আলাপ আলোচনা করছেন। নিরাপত্তার দাবী তুলেছেন তারা।

09:24