পীযূষ চক্রবর্তী,
এক দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল গড়িয়া এলাকায়। বৃহস্পতি বার সকালে গড়িয়ার আদর্শনগরে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ওই দম্পতির দেহ। মৃতদের নাম তরুণ দাস (৪৫) ও আশা দাস (৩৫)। তরুণের দেহ গামছা দিয়ে পাখার সঙ্গে বাঁধা ছিল। আশার দেহ বিছানায় পড়ে ছিল। পুলিশের অনুমান তরুণ তার স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, আদর্শনগর এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতেন ওই দম্পতি। বৃহস্পতিবার সকালে এক শিশু ওই বাড়িতে গিয়ে দেখতে পায় ওই দেহগুলি। সে-ই এলাকার লোকজনকে জানায়। স্থানীয় মানুষ সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান , আশাকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী হন তরুণ। আশার মুখে রক্তের দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। অস্বাভাবিক মৃত্যু রহস্য খতিয়ে দেখছে পুলিশ।
গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু
