বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মো. নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে।
শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সামনের সারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্ররাও এবার রাজনীতির ময়দানে নাম লিখিয়ে দেশ চালানোর ক্ষমতা হাতে পেতে চায়।সেই লক্ষ্যে যে নতুন দল হতে চলেছে তার নেতা হবেন নাহিদ ইসলাম। তাই তিনি আগেই জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য উপদেষ্টার পদ ছেড়ে দেবেন ।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করার কথা। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম। বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। নতুন দল ঘোষণা ঘিরে ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আসছে নতুন দল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ নাহিদ ইসলামের
