মহাকাশ স্টেশন থেকে রওনা দিল ক্রু-৯ স্পেসক্রাফট, বুধবার ভোরেই পৃথিবীতে নামবেন সুনীতারা

বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে ঘরে ফিরে আসতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।৯ মাস পর মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন তাঁরা।নাসা জানিয়েছে তাদের নিয়ে ক্রু-৯ স্পেসক্রাফটটি ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাদের ধরিত্রীর বুকে ফিরে আসতে সময় লাগবে প্রায় ১৭ ঘণ্টা।রিপোর্টে বলা হয়েছে, মহাকাশচারীদের স্পেসস্যুট থেকে আরামদায়ক পোশাক পরার অনুমতি দেওয়া হয়েছে।
তবে শুধু সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর নন চার সদস্যের ক্রু এই পর্বে পৃথিবীতে ফিরে আসছেন। বাকি দুই নভোচারী হলেন নিক হেগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ। পৃথিবীতে ফিরে আসার আগে, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর স্পেস স্টেশনে তাদের দায়িত্ব সেখানে থেকে যাওয়া নতুন ক্রুদের হাতে তুলে দিয়েছেন।

১৭ ঘণ্টার যাত্রার পর মহাকাশ ক্যাপসুলটি ফ্লোরিডা উপকূলে ভারতীয় সময় বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে সমুদ্রে অবতরণ করবে।তার আগে অতি গতিবেগে ছুটে আসা ক্যাপসুলের প্যারাশুট খুলে যাবে। এরপর উদ্ধারকারী জলযান চার মহাকাশচারীকে ক্যাপসুল থেকে উদ্ধার করবে। তবে, অবতরণের সঠিক স্থান নির্ধারণ করা হবে স্থানীয় আবহাওয়ার ভিত্তিতে।
পৃথিবীতে ফেরার পর নাসা মহাকাশচারীদের শারীরিক সুস্থতার জন্য ৪৫ দিনের বিশেষ শারীরিক পরীক্ষা ও বিশ্রাম কর্মসূচি চালু করবে।এর ফলে নভোচারীরা মাহাকশে দীর্ঘ সময় থাকার পর শরীরে হওয়া পরিবর্তনগুলো কাটিয়ে উঠতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ থেকে ফেরার পর হাড়ের ঘনত্বের ক্ষয়, পেশির দুর্বলতা ও হৃদযন্ত্রের কার্যকারিতায় প্রভাব পড়তে পারে। মস্তিষ্কে জল পর্যন্ত জমতে পারে। তাই সেই সব বিষয় পরীক্ষা করে দেখা হবে।

17:00